Sunday, March 29

মিন্টুর ছেলের মনোনয়নপত্র জমা


ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিদ আউয়ালের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার প্রতিনিধি মো. সাজ্জাদুল ইসলাম। আজ রবিবার দুপুর একটার দিকে নিজেকে তাবিদের প্রতিনিধি দাবি করে সাজ্জাদুল ইসলাম মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। এরপর বিকাল চারটার দিকে তিনি সেটি জমা দেন। তার মানে তাবিদ আউয়াল তার বাবার একজন প্রতিদ্বন্দ্বী হিসেবেই নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর পক্ষে তাঁর মেজ ও ছোট ছেলে মেয়র পদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ঢাকা উত্তরে মিন্টু বিএনপির সমর্থন পাচ্ছেন। এতে বাবা ও ছেলের মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি হবে কিনা বা তাদের মধ্যে আগে থেকেই কোনো দ্বন্দ্ব আছে কিনা সে প্রসঙ্গে তাবিদের প্রতিনিধি সাজ্জাদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে তাবিদ কোনো রাজনৈতিক দলের সমর্থন না নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানান সাজ্জাদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাবিদ দীর্ঘদিন বিদেশে পড়াশোনা করে এসেছেন। ফলে তার মাথায় ঢাকা সিটিকে আরো সুন্দর করে গড়ে তোলার একটি পরিকল্পনা রয়েছে। সে পরিকল্পনা বাস্তবায়ন করতেই তিনি মেয়র নির্বাচনে অংশগ্রহণ করছেন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়