Saturday, March 14

ঢাকাকে মানবিক নগরী হিসেবে গড়তে চান আনিসুল


ঢাকা: ঢাকাকে পরিচ্ছন্ন এবং মানবিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে চান বলেও জানান। আজ শনিবার পরিকল্পনাবিদ, পরিবেশবিদ ও গবেষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আনিসুল হক। রাজধানীর বাংলা মটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স টাওয়ারের সেমিনার হলে ‘আমরা ঢাকা’ নামে একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম সভাটির আয়োজন করে। মূলত রাজধানী ঢাকা নিয়ে কাজ করেন, এমন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে এ সভার আয়োজন করা হয়। সাড়ে তিন ঘণ্টারও বেশি সময়ের এ মতবিনিময় সভায় ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন ব্যবস্থাপনা, কর, নদী, খাল, ফুটপাত ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিজেদের মত দেন বিশেষজ্ঞরা। মতবিনিময় সভায় আনিসুল হক বলেন, এটি কাজ করার একটি সুযোগ। আমি সাধারণ মানুষের জন্য, সমতার জন্য কাজ করতে চাই। নারীদের জন্য নিরাপদ নগর, একটি মানবিক ও সবুজ শহর তৈরি করতে কাজ করতে চাই। তিনি বলেন, ঢাকার সমস্যাগুলো চিহ্নিত, এবার সমাধানের পালা। আমি অল্প অল্প করে সে লক্ষ্যে এগিয়ে যেতে চাই। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন নগর গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, পরিকল্পনাবিদ সালমা শফি, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক মুনতাসীর মামুন, পরিকল্পনাবিদ মুহাম্মদ জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সরোয়ার জাহান প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়