ঢাকা: রাজধানীর বনানী এলাকা থেকে শনিবার সকালে গলায় ডিসের তার প্যাঁচানো যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম শামীম ভূঁইয়া (৪৫)। তিনি একজন সরকার দলীয় সাংসদের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুরে তার স্ত্রী বেবী আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন।
বেবী আক্তারের দাবি, তাঁর স্বামীকে আর্থিক লেনদেনের কারণে বনানী এলাকার এক হোটেল ব্যবসায়ী হত্যা করেছেন।
বেবী আক্তার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে ফার্মগেটের তেজকুনিপাড়ার বাসা থেকে বের হন শামীম। এরপর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
তিনি আরো বলেন, বনানীর কাকলী এলাকার ঢাকা শেরাটন হোটেলের মালিক রবিউলের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শামীমের বিবাদ ছিল। এ কারণে রবিউল তাঁকে হত্যা করেছেন।
বেবী আক্তার বলেন, মাসখানেক আগে রবিউল শামীমকে মারধর করেছিলেন। এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।
বনানী থানার উপপরিদর্শক মোস্তফা কামাল জানান, বনানীর স্টাফ রোডের পশ্চিম পাশে লাশটি পড়ে ছিল। পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। গলায় ডিশের তার ও কাপড় পেঁচিয়ে শামীমকে হত্যা করা হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।
শনিবার সকাল পৌনে সাতটার দিকে বনানী পদচারী সেতুর পাশের স্টাফ রোড থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গলায় ক্যাবল টিভির তার ও কাপড় প্যাঁচানো ছিল। অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়