Tuesday, March 31

বিহারে বজ্রপাতে ১৫ জনের প্রাণহানি


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের বিহার রাজ্যের বিভিন্ন এলাকায় গতকাল সোমবার বজ্রপাতে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে রাজ্যের কোসি এলাকায় ১৩ জন এবং পাটনা ও এর পার্শ্ববর্তী এলাকায় আরো দুই জনের প্রাণহানি ঘটেছে। ভারতীয় গণমাধ্যম জানায়, মাধুবনি, দারহাঙ্গা ও পুর্নিয়া জেলার ব্যাপক অংশের পাশাপাশি নালন্দা, জেহানাবাদ ও মুনজার জেলায় বজ্রবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ ও প্রচণ্ড বাতাসে গাছপালা উপড়ে গেছে। বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। আকস্মিক ঝড়-বৃষ্টিতে গম ও ভুট্টা ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়