ইসলাম ডেস্ক:
মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। অন্য যেকোনো প্রাণীর চেয়ে মানুষের বোধ ও বিশ্বাস বেশি শাণিত। মানুষের বিবেক-বিবেচনা যেকোনো প্রাণীর তুলনায় প্রখর। এজন্য সৃষ্টি ও স্রষ্টার প্রতি ভালোবাসা মানুষের সহজাত বিষয়। মনুষ্যত্ব আছে বলেই মানুষ সবার সেরা। কারও সমস্যা-সংকটে মানুষ যে ত্যাগের উদাহরণ দেখায় তা অন্য কোনো জীবের ক্ষেত্রে সম্ভব নয়। এটা করে মানুষ তার স্বভাবজাত ভালোবাসা ও দায়বোধ থেকে। তবে মানুষভেদে এই দায়বোধ সবার মধ্যে সমান থাকে না। কারও মধ্যে মনুষ্যত্বের ছাপটা বেশি থাকে। তখন তারা মানুষের সর্বোচ্চ স্তর মহামানবে উন্নীত হন। আবার কেউ কেউ মানুষ হওয়ার পরও তার মধ্যে মনুষ্যত্ববোধের অভাব থাকে। এজন্য তারা কখনও কখনও এমন কাজ করে বসে যা জীবজন্তুকেও হার মানায়।
প্রকৃতির ধর্ম ইসলাম মানুষের ভেতরে তার প্রকৃতিগত গুণ তথা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছে। ইসলামের শিক্ষা হলো, প্রথমে ভালো মানুষ হতে হবে, পরে ভালো মুসলমান। যিনি ভালো মুসলমান তিনি ভালো মানুষও বটে। হাদিসে বলা হয়েছে, ‘তোমরা ঈমান না আনা পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না। আবার পরস্পরকে ভালোবাসতে না পারা পর্যন্ত ঈমানদার হতে পারবে না।’প্রকৃত ঈমানদার হতে হলে মানবপ্রেম অন্তরে জাগাতে হবে। মানুষের প্রতি দায়বোধ বাড়াতে হবে। মানবকল্যাণে যিনি কাজ করেন তিনিই আল্লাহর প্রিয়। ইসলামের নবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) জীবনভর মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার শিক্ষাও হলো মানবতাবোধের শিক্ষা। তিনি শিখিয়েছেন কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের জন্য কাজ করলে পার্থিব ও পরকালীন উপকারিতার কথা তিনি সবিস্তারে আলোচনা করেছেন।
ইসলামি দর্শনানুযায়ী মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম নামাজের মধ্যেই সে মানবতাবোধ, একতা, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের শিক্ষা দেয়া হয়। যে সমাজে মানবিক মূল্যবোধ ও মানবাধিকার থেকে মানুষ বঞ্চিত হয়, সে সমাজেই দেখা দেয় অশান্তি ও বিশৃঙ্খলা, অন্যায় ও অবিচার। আজকের পৃথিবীতে প্রকৃত মানুষের অভাব বড় বেশি। পৃথিবীর সব ধর্ম মনুষ্যত্ব শেখায়। বিশ্বসমাজে সবাই নিজ নিজ ধর্ম পালন করলে মানবসমাজে অশান্তি থাকতে পারে না। বিশেষত ইসলাম মানবতার বার্তাবাহক। এজন্য আগে ইসলামের অনুসারীদের মধ্যে মানবতাবোধ জাগাতে হবে। তবেই তা বিশ্বব্যাপী প্রসার ঘটবে।
Monday, March 23
এ সম্পর্কিত আরও খবর
তামাক নিয়ন্ত্রণে জাতীয় পুরস্কার পেলেন কানাইঘাটের জসীমনিজস্ব প্রতিবেদক :জাতীয় তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় এই বছর ৯টি ক্যাটাগরিতে সর্
ইসলামি আইনে অন্যায়ভাবে হত্যার শাস্তি কানাইঘাট নিউজ ডেস্ক:ইসলামি আইন পৃথিবীতে মানুষকে নিরাপদে বেঁচে থাকার জন্য দিয়েছে পূর্ণ নিশ্চয়ত
ল্যাপটপের ব্যাটারির চার্জ ধরে রাখার উপায় কানাইঘাট নিউজ ডেস্ক: বর্তমানে ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। বাড়ছে ল্যাপটপের
কানাইঘাটে ২ হাজার শীতার্তদের শীতবস্ত্র দিল ইমেজ ফাউন্ডেশন নিজস্ব প্রতিবেদক ::পৌষ মাসের কনকনে শীতের পর এখন শুরু হয়েছে মাঘ মাসের শীতের তীব্রতা। এমন তীব্র শীতে
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ দেশে ফিরেছেন, ছাদখোলা বাসে সংবর্ধনা তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানব
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়