Tuesday, March 3

দুই মাস পর মেয়রের লাশ মিলল কবরস্থানে


ঢাকা: দুই মাস ধরে নিখোঁজ থাকার পর রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আব্দুল গফুরের লাশ আজিমপুর কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশের হাতে আটক জান্নাতুন সালমা মিমের স্বীকারোক্তি অনুযায়ী পবা থানা পুলিশ মঙ্গলবার বিকালে মেয়রের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুরে পবা থানা পুলিশের একটি দল আজিমপুর গোরস্থানে পৌঁছায়। বিকাল ৫টার দিকে নিখোঁজ মেয়র আব্দুল গফুরের লাশ উদ্ধার করা হয়। আজিমপুর গোরস্থানের রেজিস্ট্রি খাতায় মেয়র গফুরের মৃত্যু ৩ জানুয়ারি ও দাফন ৬ জানুয়ারি উল্লেখ্য করা হয়েছে।’ এসপি আলমগীর হোসেন আরও বলেন, ‘পুলিশের জিজ্ঞাসাবাদে মিম জানান, মেয়র আব্দুল গফুরকে তিনি হত্যা করেন। তবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেওয়ার সময় হত্যার কথা অস্বীকার করেন মীম। এ জন্য সোমবার তাকে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে লাশ উদ্ধারের জন্য মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হয় পুলিশ। মঙ্গলবার বিকালে আজিমপুর গোরস্থান থেকে মেয়র গফুরের লাশ উদ্ধার করা হয়।’ উল্লেখ্য, গত ১ জানুয়ারি মেয়র আবদুল গফুর ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ১৬ জানুয়ারি তার বাড়ি ফেরার কথা ছিল। ৫ জানুয়ারির পর পরিবারের লোকজনের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। ১৯ জানুয়ারি মেয়রের ফোন নম্বর থেকে একটি এসএমএস আসে। তাতে ৫০ হাজার টাকা পাঠাতে বলা হয়। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনার পর ওইদিন বিকালে তার স্ত্রী ফজিলাতুন্নেসা পারুল পবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমানে ডায়েরিটি অপহরণ মামলা হিসেবে নেওয়া হয়েছে। পরে এ মামলায় ডাক্তার মিম ও তার দুই বোনকে আটক করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়