Friday, March 27

প্রচণ্ড খরতাপে ১৩টি ময়ূরের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: ভারতের খরা প্রবণ মহারাষ্ট্রের নাসিক জেলা থেকে ১৩টি ময়ূরের মৃতদেহ উদ্ধার হয়েছে। নন্দগাঁও-মানমাদ রেলওয়ে ট্র্যাকের পাশে নাগপুর-শিভার এলাকায় ময়ূরের মৃতদেহগুলি পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। গরমে সানস্ট্রোক হয়েই পাখিগুলির মৃত্যু হয়েছে বলে মনে করছেন স্থানীয় পশু চিকিৎসক ডাঃ এসবি গোন্দকর। ওই অঞ্চলে সরকারি পশু হাসপাতালের দায়িত্বে রয়েছেন তিনি। ময়ূরগুলির ময়নাতদন্ত করছেন গোন্দকর। উল্লেখ্য, নাগপুর-হিসওয়াল এলাকায় প্রায় ২০০টি ময়ূর আছে। কিন্তু তাদের রক্ষণাবেক্ষণের কোনও উদ্যোগই নেয়নি সরকার। ঠিক মতো পানিও জোটে না তাদের। এদিকে প্রখর রৌদ্রে শস্যের ফলনও কমেছে। কমছে গাছপালা। যার জেরেই ময়ূর মৃত্যু বাড়ছে বলে জানান জেলা পরিষদের সাবেক সদস্য রাজেন্দ্র পাওয়ার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়