বিনোদন ডেস্ক
ঠিক যেন চলতি বছরের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডেরই একটা প্রচ্ছন্ন প্রতিচ্ছবি। নামটাই খালি ভিন্ন। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডের জয়ীদের তালিকা দেখলে এমনটাই মনে হবে। ৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল অপেরা হাউসে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাফটা অ্যাওয়ার্ডের জমকালো আসরের বিজয়ীদের লম্বা সারি দেখে এমনটাই ভাবতে হয়েছে অনেককে। কিন্তু কি-ই বা করা, বিজয়ীদের যোগ্যতা এতটাই প্রশ্নাতীত যে, অনেকটা অপ্রতিদ্বন্দ্বিতার সঙ্গেই তারা টপকে গেছেন প্রতিযোগী অন্য মনোনীতদের। সেরা ছবিসহ, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্য বিভাগে মোট ছয়টি পুরস্কার বগলদাবা করে রিচার্ড লিঙ্কলেটারের একযুগ ধরে চিত্রগ্রহণ করা ছবি 'বয়হুড'। সেরা অভিনেতা আর অভিনেত্রীও ঠিক গোল্ডেন গ্লোবের মতোই। 'দ্য থিওরি অব এভরিথিং' এর জন্য এডি রেডম্যায়েন এবং 'স্টিল এলিস' এর জন্য জুলিয়ান মুর। অঙ্গসজ্জা, পোশাক, সঙ্গীত, প্রোডাকশন, ডিজাইন এবং অরিজিনাল স্ক্রিনপ্লে বিভাগে দাপট দেখিয়েছে 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল'। অন্যদিকে চিত্রগ্রহণে প্রত্যাশিতভাবেই সর্বাগ্রে জায়গা দখল করেছে 'বার্ডম্যান'। তবে বাফটা কিছুটা হলেও হতাশা দূর করতে পেরেছে 'লেগোমুভি' এই আসরের সেরা অ্যানিমেটেড মুভির তকমা জুড়ে দিয়ে। বিবিসি
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়