ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “কাঁটাতারের বেড়া দিয়েও জনরোষ থেকে বাঁচতে পারবেন না খালেদা জিয়া।”
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতাল-অবরোধে মানুষ হত্যার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান বলেন, “বেগম খালেদা জিয়া জনগণকে ভয় পেয়ে তার কার্যালয়ে কাঁটাতারের বেড়া দিয়েছেন। তিনি এখন ভীতসন্ত্রস্ত। জনগণ ফুঁসে উঠেছে। কাঁটাতার না লোহার বেড়া দিলেও জনরোষ থেকে বাঁচতে পারবেন না তিনি।”
২০ দলীয় জোটের ডাকা চলমান অবরোধ-হরতালে সন্ত্রাস ও মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, “২০ দল রাজনৈতিক দলগুলোর জন্য বিষ ফোঁড়া, তারা এখন পাগলা কুকুরের মতো আচরণ করছে।”
খালেদা জিয়াকেও পাগলা কুকুরের সাথে তুলনা করে হাছান বলেন, “খালেদার পুত্র কোকোর মৃত্যুসংবাদে যেমনিভাবে তাকে (খালেদা) ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল আজকে তিনি জনগণের জন্য এতটাই ভয়ানক হয়েছেন যে, তাকে ইঞ্জেকশন দিয়ে দমানো দরকার।”
তিনি আরো বলেন, “বেগম জিয়া লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলার মানুষ তাকে আর সেই সুযোগ দেবে না। তার সন্ত্রাসী বাহিনীকে ধরে জনগণ যেভাবে গণধোলাই দিচ্ছে তাকেও (খালেদা) সেভাবে ধোলাই দিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করাবে। যদিও আমরা চাই না তিনি গণধোলাই খান। আমরা আহ্বান করবো তিনি (খালেদা) অচিরেই এই মানুষ হত্যা বন্ধ করবেন।”
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়