Tuesday, February 10

পুরস্কারটি আমার একার নয়


শিল্পকলায় এবারের একুশে পদক পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আবুল হায়াৎ। এ পদক ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আজকের 'আলাপন' বিভাগে এবারের একুশে পদকের জন্য আপনি মনোনীত হয়েছেন। কেমন লাগছে? এটা একজন শিল্পী ও মানুষের জন্য সম্মানের বিষয়। আসলে পুরস্কারের জন্য তো কাজ করিনি। তারপরও যেসব মানুষ ভাষার বর্ণমালা দিয়ে গেছেন, তাদের স্মৃতিতে পুরস্কার সত্যি আনন্দের ও গৌরবের। তবে এ আনন্দ মস্নান হয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় পেট্রলবোমায় পোড়া মানুষের কথা মনে হলে। পুরস্কারটি আমার একার নয়। এটির অংশীদার আমার পরিবার, সাংবাদিক, সহকর্মী এবং আমার অভিনয় শেখার অন্যতম জায়গা নাগরিক নাট্যসম্প্রদায়। এছাড়া যারা আমার কাজের উৎসাহ জোগান, সেসব দর্শকও এ পুরস্কারের অংশীদার। ভাষা দিবসের নাটকে কী কাজ করা হয়েছে? না, এখনও করতে পারিনি। তবে স্বাধীনতা দিবসের জন্য একটি নাটকের কাজের পরিকল্পনা করছি। এটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করব আমি। অন্যান্য নাটকে কাজের ব্যস্ততা কেমন আপনার? আজ (সোমবার) অনিমেষ আইচের পরিচালনায় 'বিন্দু বিসর্গ' ধারাবাহিক নাটকের শুটিং করছি। এছাড়া প্রচার চলতি ও নতুন মিলিয়ে বেশ কিছু নাটকের কাজ নিয়মিত করে যাচ্ছি। অভিনয়ে ব্যস্ত থাকি সারা বছরই। বইমেলায় আপনার 'চোখ গেলো পাখি' বইটির সাড়া কেমন পাচ্ছেন? শুটিংয়ের ব্যস্ততায় আমি এখনও বইমেলায় যেতে পারিনি। তবে শুনেছি বইটি পাঠকরা কিনছেন। সময় গড়ালে হয়তো পাঠকের মাঝে বিস্তৃত হবে বইটি। বেশ কয়েকটি নতুন সিনেমায়ও তো কাজ করছেন? হ্যাঁ। বর্তমানে তিনটি নতুন ছবির কাজের সঙ্গে যুক্ত আছি আমি। এর মধ্যে এসএ হক অলিকের পরিচালনায় 'এক পৃথিবী প্রেম' ছবির কাজ শেষের পথে। নুরে আলমের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত 'সাদা গোলাপ' ছবিটির আর একদিনের কাজ বাকি আছে। এছাড়া এফআই মানিকের একটি ছবিতেও কাজ করছি। সোহেল আহসান

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়