নিজস্ব প্রতিবেদক:
পূবালী ব্যাংক লিমিটেড কানাইঘাট শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম আশরাফের বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা এবং নতুন শাখা ব্যবস্থাপক কবির আহমদ চৌধুরী যোগদান উপলক্ষে শাখা কার্যালয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় এক গ্রাহক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক কবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও অফিসার মোঃ বদর উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, শাখার বিদায়ী ব্যবস্থাপক সংবর্ধিত অতিথি নজরুল ইসলাম আশরাফ, ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আইয়ূব আলী, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, রফিক আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রভাষক এবাদুর রহমান, সিরাজুল ইসলাম, হাজী জসীম উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, ফখরুল ইসলাম, আলী আকবর, স্বাগত বক্তব্য রাখেন, শাখার সিনিয়র অফিসার হুসনি মোবারক, আনোয়ার হোসেন, ব্যাংকের গাছবাড়ী শাখার অফিসার ফয়েজ আহমদ, আব্দুল্লাহ প্রমুখ। ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহকদের উপস্থিতিতে প্রধান অতিথি সিরাজুল ইসলাম ও শাখার বিদাীয় ব্যবস্থাপক নজরুল ইসলাম আশরাফ এবং ইসলামী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক আইয়ূব আলী তাদের বক্তব্যে বলেন, প্রবাসী অধ্যূসিত কানাইঘাটে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। রাস্তা-ঘাটের উন্নয়ন এবং এখানে গ্যাস সংযোগ দেওয়া হলে এখানকার প্রবাসীরা বিদেশ থেকে প্রতি বৎসর কোটি কোটি টাকার যে রেমিটেন্স প্রেরণ করে থাকেন তার মাধ্যমে কানাইঘাটে বেসরকারী উদ্যোগে শিল্প খারখানা স্থাপন ও বিভিন্ন সেক্টরে বিনিয়োগের মাধ্যমে উদ্যেক্তরা লাভবান এবং বিপুল সংখ্যক শিক্ষিত বেকার জনগোষ্ঠী কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ ব্যাপারে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। পূবালী ব্যাংক কানাইঘাটের অর্থনৈতিক উন্নয়নে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে ব্যাংকের কর্মকর্তারা আশ্বস্ত করেন। অনুষ্ঠানে বিদায়ী শাখা ব্যবস্থাপক নজরুল ইসলাম আশরাফ পূবালী ব্যাংকের ৪৩৪টি শাখার মধ্যে ২০১৪ সালে দতা অর্জনের মাধ্যমে সারাদেশের মধ্যে দ্বিতীয় শাখা ব্যবস্থাপক নির্বাচিত হওয়ার পাশাপাশি ব্যাংকের সেরা ১০জন শাখার ব্যবস্থাপকের মধ্যে একজন বেষ্ট ব্যাংকার মনোনীত হওয়ায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা ও গ্রাহকবৃন্দের প থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়