Saturday, February 28

বড় ভাই লতিফের পাশে কাদের সিদ্দিকী


ঢাকা: টানা ৩২ দিন অবস্থান কর্মসূচি পালন করার পর বড় ভাই লতিফ সিদ্দিকীকে দেখতে হাসপাতালে গিয়েছেন ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় লতিফ ‍সিদ্দিকীর অবস্থা গুরুতর হওয়ায় শনিবার বেলা পৌনে ১১টায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ভাইয়ের অসুস্থতার খবর পাওয়া মাত্র দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে ছুটে যান কাদের সিদ্দিকী। কর্মসূচিতে অবস্থানরত অনান্য কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে ২৮ জানুয়ারি থেকে সেখানে অবস্থান করছিলেন কাদের সিদ্দিকী। লতিফ সিদ্দিকীকে গত বছরের ৬ ডিসেম্বর কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাধারণ বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানকার প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ বেলা পৌনে ১১টায় তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। লতিফ সিদ্দিকীর শারীরিক অসুস্থতার ব্যাপারে জানতে চাওয়া হলে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, লতিফ সিদ্দিকীর বয়সজনিত অসুস্থতা, হার্টে সমস্যা, লিভারে সমস্যাসহ বিভিন্ন রোগ রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়