Thursday, January 8

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না বি চৌধুরী


ঢাকা: সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। গুলশান কার্যালয়ের দক্ষিণ পাশে পুলিশের একটি জলকামান থাকার কারণে তিনি বাঁধাপ্রাপ্ত হন। এ সময় তিনি প্রশাসনকে বলেন, আমি আপনাদের এক মিনিট সময় দিলাম। আপনারা জলকামান সরান, আমি গাড়ি নিয়ে ভিতরে ঢুকব। জবাবে প্রশাসন বলেন, স্যার আমরা গাড়ি সরাতে পারব না। আপনাকে হেঁটেই ভিতরে প্রবেশ করতে হবে। এমন সময় তিনি কোনও কথা না বলে গাড়ি ঘুরিয়ে চলে যান। এর আগে গত ৫ জানুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেও তিনি ব্যর্থ হয়েছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়