Thursday, January 8

প্যারিসে শার্লি হেবদো হত্যাকান্ড: সাত জন গ্রেপ্তার


কানাইঘাট নিউজ ডেস্ক: প্যারিসে পুলিশ বলছে, বুধবার শার্লি হেবদো নামে একটি ব্যঙ্গাত্মক সাময়িকীর অফিসে বন্দুকধারীদের আক্রমণে ১২ জন নিহত হবার পর আজ ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ওই ঘটনার সাথে জড়িতদের ধরার অভিযানে পুলিশ অন্তত সাতজন লোককে গ্রেপ্তার করেছে। রেইমস, শার্লভিল-মেজিয়েরেস এবং প্যারিসের নানা এলাকা থেকে এই লোকদের গ্রেপ্তার করা হয়। ওই আক্রমণে ম্যাগাজিনটির সম্পাদক, কয়েকজন কার্টুনিস্ট, পুলিশসহ মোট ১২ জন নিহত হন। এ ছাড়া বৃহস্পতিবার ভোরে দক্ষিণ প্যারিসে এক মেট্রো স্টেশনে গোলাগুলির ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতদের একজন পুলিশ, এবং তার অবস্থা সংকটজনক। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কাজেনুয়েভ এ গোলাগুলির খবর পেয়ে একটি জরুরি সরকারি বৈঠক ত্যাগ করে ঘটনাস্থলে যান। তবে এ গোলাগুলির ঘটনা বুধবারের আক্রমণের সাথে সম্পর্কিত কিনা তা নিশ্চিত নয়। ওই আক্রমণের জন্য প্রধান সন্দেহভাজন হিসেবে সাইদ এবং শেরিফ কোয়াশি বলে দুই ভাইয়ের নাম বলা হচ্ছে। তাদের ব্যাপারে আগে থেকেই গোয়েন্দা পুলিশের কাছে তথ্য ছিল। শেরিফ কোয়াশি এর আগে একবার ইরাকে জিহাদি যোদ্ধা পাঠানোর দায়ে কারাভোগও করেছিলেন বলে জানা গেছে। কিছুক্ষণ আগে পাওয়া খবরে আজ শহরের দক্ষিণ দিকে একটি মেট্রো স্টেশনে গুলিবিনিময়ের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এতে একজন কমকর্তা গুরুতর আহত হয়েছেন এবং একজন লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ বলছে। তবে এই ঘটনা গতকালের আক্রমণের সাথে সম্পর্কিত কিনা তা এখনো নিশ্চিত নয়। তৃতীয় একজন সন্দেহভাজন বলে আরেকজনের নাম শোনা যাচ্ছিল, যে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। পুলিশ গতকাল থেকেই ফ্রান্সের বিভিন্ন জায়গায় আক্রমণকারীদের ধরার চেষ্টায় অভিযান চালিয়ে যাচ্ছে। প্রধারমন্ত্রী ভালস বলেন, তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে আরো আক্রমণ ঠেকানো। শার্লি হেবদোর অফিসে আক্রমণে নিহত ১২ জনের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্ট ছিলেন। ইসলামের নবী মোহাম্মদের কার্টুন প্রকাশ করায় এর আগেও শার্লি হেবদো পত্রিকাটি মুসলমানদের রোষানলে পড়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই হামলা বাকস্বাধীনতা ও ফ্রান্সের মূল চেতনার ওপর আঘাত। তিনি বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। এই হামলার পর ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ ও শোক প্রকাশ করে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। সূত্র:বিবিসি বাংলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়