ঢাকা: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ৭ দফা ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে গত ১৬ দিন ধরে টানা অবরোধ কর্মসূচি পালন করছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। একই সাথে হত্যা, গুম, নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি ও অপহরণের প্রতিবাদে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগে ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচি পালন করছে দলটির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ও হরতাল কর্মসূচি লাগাতার চলবে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অবরোধ চলছে ও চলবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের সাথে বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক হরতাল কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে রাজপথে থাকবে ২০ দলীয় জোট।
এছাড়া বিএনপির হাই কমান্ড সূত্রে আরো জানা গেছে, ২০ দলীয় জোটের দাবিকে উপেক্ষা করে সরকার ক্ষমতায় থাকার অপচেষ্টা করলে প্রয়োজনে অসহযোগ আন্দোলনেরও ডাক দেবে বিএনপি।
অবরোধ ও হরতাল কর্মসূচি শেষে কী ধরণের কর্মসূচি আসতে পারে? এই প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কী ধরণের কর্মসূচি দেওয়া হবে তা এখনই বলা মুশকিল। তবে বিএনপি কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও ঢাকা বিভাগ ও খুলনা বিভাগে আজ থেকে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি চলছে। আর পরবর্তীতে কী কর্মসূচি ঘোষণা করা হবে তা একমাত্র বেগম খালেদা জিয়াই বলতে পারবেন। তবে কর্মসূচির বেশী প্রয়োজন হলে অবরোধের সাথে হরতালেরও ডাক দেয়া হবে।
একই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরবর্তী কর্মসূচি কী হবে সেটা বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে ঠিক করবেন। তবে আমরা কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে আছি এবং থাকবো।
রফিকুল ইসলাম মিয়া বলেন, বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক কর্মসূচি ইতোমধ্যেই শুরু হয়েছে। আর অবরোধের সাথে এই কর্মসূচি অব্যাহত থাকবে। কারণ ক্ষমতাসীনরা দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দলীয় ক্যাডার দিয়ে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা করছে। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোটের স্থানীয় নেতাদের সাথে কথা বলে হরতাল কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। সুতরাং হত্যা, গুম ও অপহরণ বন্ধ না হওয়া পর্যন্ত এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়