Thursday, January 8

ট্রেন থেকে পড়ে যুবক নিহত


ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানার শেওড়া পুলিশ বক্সের সামনে ট্রেন থেকে পড়ে মো. অহেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে। খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে অহেদ টঙ্গী থেকে একটি ট্রেনযোগ ঢাকায় আসছিলেন। খিলক্ষেত শেওড়া পুলিশ বক্সের সামনে ট্রেন থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের অন্য কোন পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়