Monday, January 26

কাশিমপুর থেকে কেন্দ্রীয় কারাগারে ফখরুল


ঢাকা: গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় হাজিরা দিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। সোমবার বিকাল সোয়া পাঁচটার দিকে কাশিমপুর থেকে তাকে নিয়ে পুলিশের একটি ভ্যান ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। সন্ধ্যার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। আগামীকাল মঙ্গলবার হাজিরার জন্য তাকে আদালতে তোলা হবে। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে তিনি ২৫ ঘণ্টা প্রেসক্লাবের ভেতরে অবরুদ্ধ ছিলেন। বিষয়টিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত সাংবাদিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। পরে গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগে গত ৪ জানুয়ারি পল্টন থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফখরুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি কাশিমপুর কারাগারের পার্ট-২ তে বন্দি ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়