Monday, January 26

কোকোর স্মরণে হাজারো বাণী


ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক বই প্রকাশ করেছে দলটি। সোমবার সকাল থেকে বিএনপির ব্যানারে চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের মূল গেটে শোক বইটি রাখা হয়েছে। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে শোক প্রকাশ করতে আসা দলীয় নেতা-কর্মীরা ছাড়াও সাধারণ জনগণ শোক বইয়ে স্বাক্ষর করছেন। একই সাথে প্রিয় মানুষটির জন্য মনের হাজারও কথা লিপিবদ্ধ করেছে শোক বইটিতে। আরাফাত রহমান কোকোর স্মরণে শোক বইটিতে হাজারও কথা লিপিবদ্ধ করেছে তার প্রিয় মানুষগুলো। তার মধ্যে কিছু কথা পাঠকের জন্য তুলে ধরা হল: ‘বাংলার চোখের মনি তুমি, তোমার অকাল মৃত্যুতে বাংলার ১৬ কোটি মানুষ শোকাহত, কোকো তুমি চলে গেলেও তোমার স্মৃতি চলে যায়নি, আল্লাহ তুমি আরাফাত রহমান কোকোকে বেহেস্ত নছিব করো, তোমার মৃত্যুতে আমি শোকাহত-তুমি চলে যাওয়াতে জাতিও আজ শোকাহত, আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আমি শোকাহত, বাংলার ক্রিকেটে রেখেছো বিশাল অবদান- যার জন্য জাতি তোমাকে করবে অনেক সম্মান।’ এরকম হাজারো কথা লিপিবদ্ধ হয়েছে শোক বইটিতে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোকোর স্মরণে শোক বই দুটিতে ২ হাজারেরও বেশি বাণী লিপিবদ্ধ হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়