Monday, January 26

তবুও আশা আছে ভারতের


ক্রীড়া ডেস্ক,কান্ইঘাট নিউজ: একেই বলে কপাল। ত্রিদেশীয় সিরিজে জিততে পারেনি একটি ম্যাচেও। তারপরও ফাইনালে খেলার আশা এখনও বেঁচে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। ভাবছেন কীভাবে? তাহলে খোলসা করেই বলি........ অস্ট্রেলিয়া এখন পর্যন্ত চারটি ম্যাচে দুইবার করে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ডের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা জয় পেয়েছে চারটির তিনটিতেই। এর মধ্যে দুটি ইংল্যান্ডের বিপক্ষে, অন্যটি ভারতের বিপক্ষে। ভারতের সাথের অন্য ম্যাচটি সোমবার বৃষ্টির কারণে পণ্ড হয়। তিন ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ পূর্ণ ১৫ পয়েন্ট। ভারত ও ইংল্যান্ড প্রত্যেকে খেলেছে তিনটি করে ম্যাচ। এর মধ্যে ইংল্যান্ড ভারতের বিপক্ষে একটি ম্যাচে জয় পেলেও ভারত জেতেনি একটিতেও। তারপরও সুযোগ আছে ভারতের সামনে। কেননা, সোমবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় ২ পয়েন্ট অর্জন করেছে ভারত। ১৬ ওভারে ২ উইকেটে ৬৯ রান করায় এ পয়েন্ট অর্জন করে ভারত। অন্যদিকে এক ম্যাচে জয় পাওয়ায় ইংল্যান্ডের পয়েন্ট ৫। সুতরাং ৩০ জানুয়ারি শুক্রবার পার্থে অনুষ্ঠিতব্য ভারত ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ম্যাচটি আক্ষরিক অর্থে তাই সেমি-ফাইনালে রুপ নিয়েছে। শুক্রবারের এ ম্যাচটিতে যে দল জিতবে তারাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। শুক্রবারের ম্যাচের আগের ভারতের জন্য থাকছে একটা সুসংবাদ। এ ম্যাচে তারা পাচ্ছে সদ্য ইনজুরি থেকে ফেরা দুই বোলার ইশান্ত শর্মা ও অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে। কাঁধের ইনজুরির জন্য রোহিত শর্মা স্কোয়াডের বাইরে থাকলেও শেষ ম্যাচের আগে ফিরতে পারেন তিনিও। তাই “ডু অর ডাই” ম্যাচে ফাইনালের টিকিট কে বাগিয়ে নিতে পারে সেটা দেখার জন্য শুক্রবার পর্যন্ত তো অপেক্ষা করতেই হচ্ছে। ক্রিকইনফো

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়