নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক জার উল্লাহ ও সচিব রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন মহল।
অভিনন্দন দাতারা হলেন, সিলেট-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, জেলা আ’লীগের সিনিয়র সদস্য ও রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ জমির উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট ডিগ্রি কলেজ গভর্নিং বডির দাতা সদস্য উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এম.সি কলেজের সাবেক ভিপি খছরুজ্জামান খছরু, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মহিউদ্দিন,সাতবাঁক ইউপি চেয়ারম্যান শিক্ষাবিদ ফয়জুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এএইচএম ইসরাইল আহমদ, সিনিয়র সহসভাপতি ময়ুব আলী, সহসভাপতি মামুন আহমদ, সচিব শমসের আলী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুজম্মিল আলী, যুগ্ম প্রচার সচিব সাজিদ মিয়া, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, বড়চতুল ইউপি চেয়ারম্যান মুবেশ্বির আলী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ. হান্নান, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন,সদস্য মাহবুবুর রশিদ প্রমুখ।
বিবৃতিতে অভিনন্দন দাতারা বলেন, নব নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি জার উল্লাহ ও সচিব ফজলুর রহমানের সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে কানাইঘাট উপজেলার সার্বিক শিক্ষার উন্নয়ন সাধিত হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়