কানাইঘাট নিউজ ডেস্ক:
ফ্রান্সের প্যারিসে এবার বন্দুকধারীদের গুলিতে এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এ নিয়ে প্যারিস শহর এখন উত্তাল হয়ে উঠেছে। গতকাল এ শহরে একটি সাপ্তাহিক পত্রিকার অফিসে বন্দুকধারীরা হামলা চালালে ১২ জন নিহত হয়।
বৃহস্পতিবার সকালে ওই নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারী। তার পরনে ছিল বুলেটপ্রুফ পোশাক। ঘটনার পরপরই প্যারিসের শহরতলি মঁরুজ এলাকায় ঘটনাস্থলে ছুটে যান ফ্রান্সের জাতীয় পুলিশ বাহিনীর সদস্যরা।
এই হত্যাকাণ্ডের সঙ্গে গতকালের শার্লি হেবদো নামের সাপ্তাহিক পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনার সম্পর্ক রয়েছে কি না, তা পরিষ্কার নয়। গতকালের ওই হামলায় অংশ নেওয়া তিনজনের মধ্যে সন্দেহভাজন কনিষ্ঠ হামলাকারী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বাকি সন্দেহভাজন দুই ভাই সাঈদ কুয়াচি (৩৪) ও শরিফ কুয়াচিকে (৩২) খুঁজছে পুলিশ। তাঁদের ছবিও প্রকাশ করা হয়েছে। তাঁদের ধরতে গিয়ে এখন পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
শার্লি হেবদো পত্রিকার কার্যালয়ে গতকাল বুধবার কালাশনিকভ রাইফেল ও রকেট লাঞ্চার নিয়ে তিন ব্যক্তি হামলা চালান। এতে পত্রিকাটির প্রধান সম্পাদক, তিন ব্যঙ্গচিত্রশিল্পী ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। এ ঘটনায় ফ্রান্সে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ স্থানীয় সময় বেলা ১১ টায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা) পুরো দেশে এক মিনিট নীরবতা পালন করে এবং প্যারিসে নটর ডেম ক্যাথেড্রালে ঘণ্টা বাজায়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়