ঢাকা: কাগজে আর মামলা করবে না ট্রাফিক পুলিশ। নতুন বছরের প্রথমদিন থেকে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মামলা করবে তারা।
রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু মনুমেন্ট স্কোয়ারে বৃহস্পতিবার বেলা ১টায় ট্রাফিক পোস ডিভাইসের উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ।
উদ্বোধনের সময় বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আজ (বৃহস্পতিবার) থেকে ট্রাফিক পুলিশ কাগজে কোনো মামলা করবে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে তারা মামলা করবেন।
তিনি বলেন, ট্রাফিক পোস ডিভাইডারের মাধ্যমে দ্রুত সময়ে মামলা করার পাশাপাশি পুলিশ ও জনগণ বেশ কিছু সুবিধা পাবে। এর মাধ্যমে পুলিশ সঙ্গেসঙ্গেই বলে দিতে পারবে যে, কোনো গাড়ির কাগজপত্র সঠিক আছে কি না, এর আগে কোনো মামলা ছিল কি না। পাশাপাশি মামলা করে মামলার কাগজও প্রিন্ট করে দিতে পারবে ৩০ সেকেন্ডের মাধ্যমে।
বেনজীর আহমেদ বলেন, এ ডিভাইসের মাধ্যমে যাদের নামে মামলা হবে তারাও দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবে। ইউসিবি ব্যাংক ও বি-ক্যাশ এর সহায়তায় এ ডিভাইসটি পুলিশ ব্যবহার করছে বলেও জানান তিনি।
এদিকে রাজধানীর বিভিন্ন মোড়ে ৫০০টি ট্রাফিক পোস ডিভাইস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কর্মকর্তারা।
Thursday, January 1
এ সম্পর্কিত আরও খবর
প্রধান উপদেষ্টার হাত থেকে অদম্য নারী পুরস্কার পেলেন কানাইঘাটের হালিমানিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ সম্মানন
নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে সুরমা নদীর তীরে অস্থায়ী সবজির বাজারের ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক
ব্যাকপেইন দূর করতে নিয়মিত ব্যায়াম মরিয়ম চম্পা: মেরুদণ্ড ও কোমরে ব্যথা যেন একটি সর্বজনীন রোগে পরিণত হয়েছে। পাশ্চাত্যের একটি গবেষ
সর্বসাধারণের কাছে সমাদৃত এক বুজুর্গ আলেমইলিয়াস মশহুদ::আলেম-উলামার অঞ্চল নামে খ্যাত সিলেট জেলার কানাইঘাট উপজেলা একটি আলোকিত জনপদ। এ জনপদে জন
২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ইসি ২০২৫ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।&nbs
আমরা পাকিস্তানসহ সার্কের সবার সঙ্গে সম্পর্কের উন্নয়ন চাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন সার্কের যত দেশ আছে, আম
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়