Thursday, December 18

আগামী শনিবার সিকৃবির ভর্তি পরীক্ষা


সিলেট: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ বছর সিকৃবির ছয়টি অনুষদের অধীনে ৬,৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। ওই দিন বেলা ২টায় সিকৃবি ক্যাম্পাসসহ মোট ৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হবে। অন্য কেন্দ্রগুলো হলো- সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট মডেল স্কুল এন্ড কলেজ ও এমসি কলেজ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা ও সিট প্লান প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.sau.ac.bd পাওয়া যাবে। এছাড়া ফেসবুক পেইজ https://www.facebook.com/SylhetAgriculturalUniversity থেকেও পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপটেড জানা যাবে। সিট প্লান: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রোল: ২০০০১ থেকে ২১৮৫১ পর্যন্ত, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে ২১৮৫২ থেকে ২২৯৫৭ পর্যন্ত, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রোল: ২২৯৫৮ থেকে ২৪০৫৭ পর্যন্ত এবং এম সি কলেজ কেন্দ্রে রোল: ২৪০৫৮ থেকে ২৬৫৩৭।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়