Tuesday, December 23

জম্মু কাশ্মীরে থেমে গেল বিজেপির জয়রথ


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের ঝাড়খন্ড ও জন্মু-কাশ্মীর রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারি ফল জানা গেছে। ঝাড়খন্ডে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।ঝাড়খন্ডে সরকার গঠন করছে বিজেপি। কিন্তু দেশটির মুসলিম অধ্যুষিত রাজ্য জম্মু-কাশ্মীরে বিজেপিকে টেক্কা দিয়ে বেশি আসনে জয় পেয়েছে আঞ্চলিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। তবে সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় রাজ্যে বিজেপির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনের আগ্রহ জানিয়েছে দলটি। জম্মু-কাশ্মীর: জরিপের পূর্ভাবাসই সত্য হল। ২০ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে বিভিন্ন সংস্থার সমীক্ষায় ধারণা করা হয়, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এখানে বৃহত্তম দল হিসেবে উঠে আসবে পিডিপি। হয়েছেও তাই, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যের ৮৭টি আসনের মধ্যে ২৮টিতে জয় পেয়েছে দলটি। বিজেপি এই রাজ্যে জয়ী হয়েছে ২৫টি আসনে। বাকি দলগুলোর মধ্যে ন্যাশনাল কনফারেন্স (এনসি) ১৫টি, ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) ১২টি ও অন্যরা ৭টি আসনে জয় পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৪৪টি আসনে এককভাবে কেউ জয় না পাওয়ায় সরকার গঠনের বিষয়টি এখনো অনিশ্চিত। তবে বিজেপির সঙ্গে কোয়ালিশন সরকার গঠনের ব্যাপারে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে পিডিপি। দিল্লিতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে অবশ্য এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি বিজেপি সভাপতি অমিত শাহ। তবে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, 'বিজেপি সেখানে খুবই ভাল ফল করেছে। সরকার গঠনের সব পথ খোলা রয়েছে। কাশ্মীরে গণতান্ত্রিক এবং জনপ্রিয় সরকারই গঠিত হবে।' ঝাড়খন্ড: আরো একবার ইতিহাস গড়ল বিজেপি। বিহার থেকে আলাদা হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠনের পর কোনো নির্বাচনে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। তবে ১৪ বছরের সেই ইতিহাস ভেঙে প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এবার এ রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। বেসরকারিভাবে প্রাপ্ত ফলে দেখা যায়, রাজ্যে বিধানসভার ৮১টি আসনের মধ্যে ৪২টি আসন পেয়েছে বিজেপি। অন্য দলগুলোর মধ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) বাদে আর কেউ দুই অংকের সংখ্যায় উত্তীর্ণ হতে পারেনি। জেএমএম জয়ী হয়েছে ১৯টি আসনে। বাকিদের মধ্যে ঝাড়খন্ড বিকাশ মোর্চা ৮টি, কংগ্রেস ৬টি এবং অন্যরা ৬টি আসনে জয়লাভ করে। আজ মঙ্গলবার বিকেলে দিল্লিতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন, বুধবার সংসদীয় দলের বৈঠকে ঝাড়খন্ডে সরকার গঠনের বিষয়ে আলোচনা হবে। সূত্র: বিবিসি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, জি নিউজ ও আনন্দবাজার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়