Wednesday, December 24

বিশ্ব ইজতেমা ৯ জানুয়ারি


গাজীপুর: আগামী ৯ জানুয়ারি থেকে টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা রবিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সর্ব সম্মতিক্রমে ইজতেমা মাঠ প্রস্তুতসহ বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে রয়েছে ইজতেমা এলাকার পরিবেশ উন্নয়ন, আইন শৃংখলা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মুসল্লিদের অযু- গোসল, রান্না-বান্না খাবার পানি সরবরাহ, বিদেশি মেহমানদের জন্য টয়লেট ও গোসলখানা নির্মাণ, সার্বক্ষণিক বিদ্যুত্ সরবরাহ, স্বাস্থ্য সেবা, মশক নিধন ও দূর্গন্ধ দূরীকরণ, তুরাগ নদীতে পন্টুন ব্রিজ নির্মাণ, বিদেশি মেহমানদের তাঁবুতে গ্যাস সরবরাহ, টেলিফোন সংযোগ প্রদান, বিশেষ ট্রেন ও বাস সার্ভিসের ব্যবস্থা, খাদ্যে ভেজাল রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও যানজট নিরসন, ইজতেমাস্থলে ধুলাবালি নিয়ন্ত্রণ ও মাঠ সমতলকরণ, পিএ কভারেজ, আপত্তিকর সিনেমা পোস্টার অপসারণ, ফুট ওভারব্রিজ সংস্কার, গাছপালা সংরক্ষণ, কন্ট্রোলরুম স্থাপন, ইজতেমা ছাড়া অন্যান্য মাইক ব্যবহার নিষিদ্ধকরণ, হেলিপ্যাড নির্মাণ, ইজতেমা ময়দানে অস্থায়ী দোকানপাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বেতার, টিভি ও পত্রিকায় প্রচার, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, আখেরী মোনাজাতের দিন যানজট নিয়ন্ত্রণ, ভিআইপি টয়লেট নির্মাণ প্রভৃতি। সভায় জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম টঙ্গীতে বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বনিষ্ট হতে অনুরোধ করেন। সভায় গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল ও ইজতেমার সংশ্লিষ্ট মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়