Wednesday, December 3

সার্কভুক্ত দেশ সমূহে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ভূটান


অনলাইন ডেস্ক : ২০১৪ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে স্থান লাভ করেছে ভূটান। বিশ্বপ্যাপী যার অবস্থান ৩৬। সমঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) এ তথ্য প্রকাশ করে। বার্তা সংস্থা ডন নিউজ অনলাইন এ খবর নিশ্চিত করেছে। খবরে বলা হয়, চলতি বছর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে দুর্নীতি সূচকে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে যথাক্রমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শ্রীলঙ্কা (বিশ্বে ৯১), তৃতীয় ভারত (বিশ্বে ৯৩), চতুর্থ নেপাল (বিশ্বে ১১৬), পঞ্চম পাকিস্তান (বিশ্বে ১২৬), ষষ্ঠ বাংলাদেশ (বিশ্বে ১৪৫)। এছাড়া সপ্তম ও অস্টম স্থানে অবস্থান করছে যথাক্রমে মালদ্বীপ ও আফগানিস্তান। এদিকে চলতি বছর দুর্নীতিতে শীর্ষে অবস্থান করছে সোমালিয়া। এর পরেই অবস্থান করছে উত্তর কোরিয়া। অন্যদিকে চলতি বছর ১৭৫টি দেশের উপর এই দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক, এছাড়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড, তৃতীয় ফিনল্যান্ড, চতুর্থ সুইডেন, পঞ্চম নরওয়ে ও সুইজারল্যান্ড। এছাড়া এশিয়ার সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ সিঙ্গাপুর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়