Friday, December 19

নতুন গান তৈরি করব


ব্যান্ডশিল্পী মাকসুদ এখন স্টেজ কনসার্টে ব্যস্ত। পাশাপাশি নতুন অ্যালবামের কাজ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন। গান এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেনআজকের 'আলাপন' বিভাগে কনসার্ট নিয়েই বেশি ব্যস্ত আছি। আজ ধানমন্ডিতে 'কনসার্ট ফর কম্বল' এ গান গাইব। আজ গাজীপুরে আরেকটি কনসার্ট আছে। বেশ ব্যস্ততা যাবে তাই। এছাড়া এ মাসে আরও কয়েকটি কনসার্টে গান গাওয়ার কথা চলছে। শুনলাম দেশের বাইরে যাচ্ছেন? জানুয়ারিতে যাওয়ার কথা রয়েছে। তবে কবে যাব তা এখনও ঠিক হয়নি। যদি যাই তবে দুই সপ্তাহ দেশের বাইরে থাকব। আপনার নতুন অ্যালবামের কী খবর? শীতকালের পর নতুন গান তৈরি করব। সবকিছু নির্ভর করছে দেশের বাইরে যাওয়ার ওপর। যদি না যাই তবে বছরের প্রথম দিকেই কাজ শুরু হবে। আপনি তো আইপি ফোরামের সঙ্গে যুক্ত। হ্যাঁ। দেশে এখন ইন্টেলেকচুয়্যাল প্রপার্টির ওপর জোর দেয়া খুবই জরুরি হয়ে পড়েছে। কপিরাইট আইন অনুসরণ করে আমরা আন্তর্জাতিকভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আইপি ফোরামের কী কাজ চলছে? এটা সময়সাপেক্ষ ব্যাপার। ২৭ মাসে ২৭টি কর্মপন্থা অবলম্বন করতে হবে। এজন্য নতুন অফিস নেয়া হচ্ছে। কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা প্রতিনিয়তই কিছু না কিছু কাজ করে যাচ্ছি। আর কপিরাইটের আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। অভিনয়ে আবার আপনাকে দেখা যাবে কি? সহসা আর কোনো সম্ভাবনা নেই। গান নিয়েই ব্যস্ততা যাচ্ছে। তাছাড়া আমি তো আর অভিনয়ের মানুষ নই। কৃষ্ণকান্ত চক্রবর্তী

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়