Wednesday, December 3

খালেদার বক্তব্য আহাম্মকের মতো


ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রয়েছে। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরোধিতা করেন, তারা কুপমণ্ডুকতায় বিশ্বাস করে। আর তাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন অঘটন ঘটন পটীয়সী। বুধবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে শেরেবাংলা সাংস্কৃতিক ঐক্যজোট ও সার্ক সাহিত্য সংস্কৃতি পরিষদ যৌথভাবে ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা ব্যাহত করতে কোনো বাধা এলে তা কঠোর হস্তে দমন করা হবে। কুমিল্লার জনসভায় দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, তার (খালেদা) বক্তব্য আহাম্মকের মতো। ১৯৭১ সালে বিএনপির জন্মই হয়নি, তখন রাজনৈতিক দল হিসেবে মাঠে ছিল আওয়মী লীগ। অথচ কুমিল্লায় জনসভায় খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। তিনি (খালেদা) এ কথা কীভাবে বলেন? সার্ক চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি রেদওয়ান খন্দকার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. জাকারিয়া সরকার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়