Wednesday, December 3

হংকংয়ের গণতন্ত্রকামী নেতারা আত্মসমর্পণ করছেন


কানাইঘাট নিউজ ডেস্ক: পুলিশের কাছে নিজেদের সমর্পণ করছেন গণতন্ত্রকামী সংগঠন হংকং’স অকুপাই সেন্ট্রাল মুভমেন্টের তিন প্রতিষ্ঠাতা। হংকংয়ে গত দুই মাস ধরে চলা গণতন্ত্রপন্থীদের আন্দোলন-সংগ্রামের দায় নিজেদের কাঁধে তুলে নিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার বেন্নি তাই, চ্যান-কিন-ম্যান ও চু ইউু-মিং নামের ওই তিন গণতন্ত্রকামী নেতা জানান, কর্তৃপক্ষ যে প্রতিবাদকে অবৈধ বলছে তার দায় নিজেদের মাথায় নিতে চান তারা। হংকংয়ের একটি পুলিশ স্টেশনের সামনে জড়ো হওয়া জনতার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময়ের পর ঘটনাস্থল ত্যাগ করেন তারা। এ সময় তাদের বাধা দেয়নি পুলিশ। কোনো ধরনের গ্রেফতারি ও মামলাও করেননি। তবে তারা কোথায় গেছে সংবাদে স্পষ্ট করে কিছু বলা হয়নি। সংগঠনটি একটি শক্তিশালী সুশীল সমাজের কাছে হস্তান্তর করার কথাও বলে যান তারা। উপস্থিত জনতার উদ্দেশে তারা বলেন, বর্তমানে আমরা একটি অন্যায্য ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। এ অবস্থায় যেকোন ধরনের পরিণাম ভোগ করতে প্রস্তুত আমরা। তবে গণতন্ত্রে ক্ষেত্রে তাদের অবস্থান পরিবর্তন হয়নি। বেইজিং নয়, হংকংবাসীই তাদের নেতা নির্বাচিত করবে। আর এ জন্য ২০১৭ সালে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন হংকংয়ের গণতন্ত্রকামীরা। হংকংয়ে দীর্ঘদিন ধরে নিজেদের পছন্দের প্রার্থীকে বসিয়ে আসছে বেইজিং। শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হংকংয়ের বিবিসির এক সাংবাদিক জানান, তাদের বিরুদ্ধে মারাত্মক অপরাধ নেই। কিন্তু রাজপথে যে সংহিস বিক্ষোভ-সমাবেশ চলছে তাতে তাদের হাত যে নেই তা বলা যাচ্ছে না। এ জন্য যেকোনো সময় গ্রেফতারের মুখোমুখি হতে পারেন তারা। সোমবার রাতে হংকংয়ের প্রধান নির্বাহীর কার্যালয় দখল নিতে চাইলে পুলিশের সঙ্গে গণতন্ত্রকামীদের ব্যাপক সংঘর্ষ হয়। এরপর খানিকটা চাপে রয়েছে স্বাধীনতাকামীরা। তথ্যসূত্র : বিবিসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়