ঢাকা: যৌতুক না দেয়ায় স্ত্রীসহ দেড় মাসের সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছেন পাষণ্ড এক স্বামী। ছোট্ট সন্তানকে নিয়ে যাওয়ার জায়গা না থাকায় আশ্রয় নিয়েছেন মগবাজারের আমবাগানে অপরিচিত এক মহিলার বাড়িতে। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে সেখানেই দিনাতিপাত করছেন তিনি।
সম্প্রতি মালিবাগের বাসিন্দা রবিউল হাসান (৩০) নামের ওই ব্যাক্তি তার দেড় বছরের ছেলে অভিউলসহ স্ত্রী সীমা আক্তার আখিকে (১৮) বাসা থেকে বের করে দেয়।
সীমা জানায়, রবিউল প্রথম বিয়ের কথা গোপন রেখে তাকে বিয়ে করেছেন। বিয়ের কয়েক মাস পর প্রথম বিয়ের কথা জানা যায়। বিয়ের পর থেকেই ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আসছিলেন রবিউল।
বাচ্চাডারে বাঁচামু কেমনে?
টাকা দিতে না পারায় চলে শারীরিক নির্যাতন। গর্ভবতী হওয়ার পরও পাষণ্ড স্বামী তার ওপর নির্যাতন থামাননি। বাচ্চা পেটে থাকতে লাথিও মেরেছেন বলে সীমা জানান।
সীমা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেয় ৫০ হাজার টাকা চায়। না দিলে প্রথম বউয়ের লগে ঘর করবো। টাকা না দেয়ায় বাচ্চাসহ আমারে বাইর কইরা দিসে। এর আগেও একবার বাইর করছিল। গেরামে বাইয়ের বারিতে গেলে মুরুব্বীরা মানাইয়া ঘরে পাডাইছে। এইবার হেয় বাচ্চারেও বাইর কইরা দিলো।
অসহায় সীমা জানান, ঢাকা শহরে আমার কেউ নাই। দেড় মাসের বাচ্চা দেইখা আমারে কেউ কামেও লয় না। বাচ্চাডারে বাঁচামু কেমনে? মগবাজারের অপরিচিত এক খালায় আমারে আশ্রয় দিসে।
বাচ্চাডারে বাঁচামু কেমনে?
তিনি আরও বলেন, মুরুব্বীরা বুঝাইলেও হেয় মানেনা। বলে-টাকা পাইলে ঘর করবো। আর জেল-জরিমানারে ডরায়না, কয়।
সামী জানান, অটোচালক রবিউল বর্তমানে মালিবাগে প্রথম স্ত্রী নিয়ে বসবাস করছেন। তার বাড়ি সিলেটের চারগাঁওয়ে।
বিচারের আশায় গত সপ্তাহে সীমা এসেছিলেন মহিলা অধিদপ্তরে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামীর বিরুদ্ধে অধিদপ্তরে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ নং ৩৩৭।
সীমা এই প্রতিবেদককে বলেন, আমার বাচ্চারে তো বাঁচাইতে অইব। এর যেনো মীমাংসা হয় হেইডা চাই।
এ ব্যাপারে জানতে সীমার স্বামী রবিউলকে ফোন করা হলে পরে কথা বলছি বলে লাইন কেটে দেন। এরপর আর ফোন ধরেননি তিনি।
সীমার ব্যাপারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল থেকে জানানো হয়, সীমার ঢাকায় কেউ নেই। এক অপরিচিত বাড়িতে আশ্রয় নিয়েছে সে। এভাবে থাকা বাচ্চা ও মা দুজনের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই আমরা সীমাকে সরকারি হোমে রাখার চিন্তা করছি। আর তার স্বামীকে শীঘ্রই নোটিশ পাঠানো হবে।
Wednesday, December 17
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ দেশে ফিরেছেন, ছাদখোলা বাসে সংবর্ধনা তুরস্কে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশে ফিরেছেন হাফেজ মুয়াজ মাহমুদ। বিমানব
জুমার দিন যে দোয়া পাঠে ৮০ বছরের গুনাহ মাফ হয়ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই দিনে এমন কিছু সময় আছে যখন আল্লাহ তার বান্দা
এনটিআরসির সামনে মহাসমাবেশ করবে ১৮তম নিবন্ধন পরীক্ষার চাকরি প্রত্যাশীরা ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা ফলাফল পুনঃনিরীক্ষা করে সনদপত্র ও মৌলিক কাগজপত্র ঠিক থাকা সব প্রার
আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী
রমজান উপলক্ষে 'প্রজন্ম প্রজেক্ট ফাউন্ডেশন'র খাদ্য সহায়তা পেল ৫৫০ পরিবারনিজস্ব প্রতিবেদক ::পবিত্র রমজান মাস উপলক্ষে এবারও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অর
কলকাতায় ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচারসহ বেশ কিছু ইস্যুতে চরম উত্তেজন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়