Wednesday, December 17

যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে হামলার হুমকি


কানাইঘাট নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যা পরিকল্পনার কাহিনী নিয়ে নির্মিত একটি বিতর্কিত কমেডি ছবিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিনেমা হলগুলোতে হামলার হুমকি দিয়েছে ‘গার্ডিয়ান অব পিস’ নামের একটি সংগঠন। ফলে ঐ ছবিটি প্রদর্শন না করার সিদ্ধান্ত জানিয়েছে দেশটির বেশকিছু সিনেমা হল। বাতিল করা হয়েছে নিউ ইয়র্কে ছবিটির প্রিমিয়ার শো। বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স নির্মিত কমেডি নির্ভর ছবি ‘দ্য ইন্টারভিউ’ না দেখতে যাওয়ার জন্য লোকজনকে সতর্ক করে দেয় সংগঠনটি। এমনকি এই ছবি প্রদর্শনের স্থল থেকে সবাইকে দুরে রাখার জন্য নাইন ইলেভেন হামলার কথা উল্লেখ করে ‘বিশ্বের জন্য ভীতিকর পরিস্থিতি’ হবে বলেও হুমকি দিয়েছে তারা। তবে মার্কিন সরকার বলছে, এখনও পর্যন্ত হামলার পরিকল্পনা সম্পর্কে তেমন কোনও তথ্য জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়