Thursday, December 4

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম


কানাইঘাট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম প্রধান পাইলট হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন ক্যাপ্টেন জর্জিনা সুটন। জেস্টার এয়ারওয়েজে বিশেষ অবদানের জন্যে তিনি এ দায়িত্ব পেতে যাচ্ছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রায় ৯০০ পাইলটের কাজের দেখভাল করেছেন সুটন। সারা বিশ্বের নারী পাইলটদের জন্যে অনুকরণীয়। সুটন কোয়ান্টাস এয়ারওয়েজের বোয়িং ৭৬৭ এ পা্ইলট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সেখানে তার অধীনে ১৮০ জন পাইলট দায়িত্ব পালন করেছেন। বিবিসির অনলাইন প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী পাইলট প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি অস্ট্রেলিয়ার প্রধান একটি বিমান সংস্থার দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়