Sunday, December 28

কেজরিওয়ালের দিকে পাথর ছুঁড়লো এক ছাত্র


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দিকে পাথর ছুঁড়ে মেরেছে এক ছাত্র। শনিবার দক্ষিণ দিল্লির দেওলি আসনের তিগদিতে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তার ওপর এ হামলা চালানো হয়। তিনি অক্ষত আছেন। তার দলের লোকজন হামলাকারীকে ধরে প্রথমে ভীষণ মারধর এবং পরে পুলিশে সোপর্দ করে। ওই এলাকায় কেজরিওয়ালের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। এপ্রিলে লোকসভা নির্বাচনকালে দলীয় প্রার্থীর জন্যে রোড শো’র সময়ে তাকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। ঘটনার পর কেজরিওয়াল ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিজেপি ভীত হয়ে এ ধরণের কর্মকাণ্ড ঘটাচ্ছে। হামলাকারীর নাম উদিত গোয়াল। সে স্থানীয় এবং গণযোগাযোগ বিভাগের ছাত্র। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়