Wednesday, December 10

যানজটে থমকে আছে রাজধানী


ঢাকা: রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রধান সড়কগুলোতে যানবাহন থমকে আছে।ফলে ভোগান্তীতে পড়েছে যাত্রীরা। যানজটের কারণে অনেকেই গাড়ি ছেড়ে পায় হেটে রওয়া হয়েছে গন্তব্যে। ট্রাফিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদরঘাট থেকে যানজট শুরু হয়ে গুলিস্তান, শাহবাগ, মগবাজার,মহাখালী ছাড়িয়ে গেছে। মৎস্যভবন থেকে মতিঝিল পর্যন্ত এলাকায়ও তীব্র যানজট রয়েছে। কল্যাণপুরের খালেক পেট্রোল পাম্প থেকে শুরু করে নীলক্ষেত পর্যন্ত পুরো সড়কে যানবাহনে ঠাসা। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ অবস্থা দেখা গেছে। রাজধানীর শাহবাগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আজ যানজটের কোনো সীমা নেই। মোটরসাইকেলে করে মতিঝিল থেকে শাহবাগ আসছে সময় লেগেছে দেড় ঘণ্টা। রিকশাচালক শাহ আলম বলেন, ‘রাস্তা ফাঁকা থাকলে বড় বড় খ্যাপ মারা যায়। আজ রাস্তায় জ্যাম হওয়ায় খ্যাপ পাইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে বেশ সময় লাগছে।’ মতিঝিল থানার পুলিশের এক কর্মকর্তা জানান, আজকে যানবাহনের পরিমাণ বেশিই মনে হয়। আর অফিস ছুটি হওয়ায় এই সময়টাতে একটি চাপ বেশিই থাকে। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পণ্যবাহী ট্রাক ঢাকায় ঢুকছে। আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও প্রধান সড়কগুলোতে যানবাহন যাতে দ্রুত চলাচল করতে পারে, তার চেষ্টা করছি। এ জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়