Sunday, December 21

পাকিস্তানে আরও ৪ জঙ্গির ফাঁসির কার্যকর


কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক সেনা শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফের উপর হামলা মামলায় দেশটির ফয়সালাবাদ জেলা কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আরো চার আসামির ফাঁসির রায় আজ রবিবার কার্যকর করা হয়েছে। রবিবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এরা ৪ জন হচ্ছে, জুবায়ের আহমেদ, রশিদ কুরাইশি, গুলাম সারওয়ার ভাট্রি এবং রুশ নাগরিক আখলাক আহমেদ। এদের গতকাল শনিবার ফয়সালাবাদ কেন্দ্রীয় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ফাঁসিতে ঝুলানোর পূর্বে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দেয়া হয়েছিল। এ ঘটনায় ওই শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা কারাগারের রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং অতিরিক্ত মিলিটারি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। গত শুক্রবার দেশটির সন্ত্রাস বিরোধী একটি আদালত আয়াতুল্লাহ ওরফে কাসিম এবং মুহাম্মদ আজম নামের দুই মৃত্যুদ-প্রাপ্ত আসামির মৃত্যু পরোয়ানা জারি করেছে। আগামী মঙ্গলবার এদের ফাঁসির রায় কার্যকরের দিন ধার্য করা হয়েছে। গত শুক্রবার সাবেক দুই সামরিক বাহিনীর সদস্য উসমান ও এরশাদ মেহমুদের ফাঁসির রায় কার্যকর করা হয়। এ নিয়ে মোট ছয় জনের ফাঁসির রায় কার্যকর করা হলো। গত ১৬ ডিসেম্বর দেশটির পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবান জঙ্গিদের হামলায় ১৩২ শিক্ষার্থী সহ অন্তত ১৪১ জন নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মৃত্যুদ- প্রাপ্ত আসামিদের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়