Friday, December 19

গুগল অনুবাদে ১০ নতুন ভাষা


শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের অনুবাদসেবা ট্রানস্লেটরে যুক্ত হলো আরও ১০টি নতুন ভাষা। এখন থেকে বার্মিজ, মালায়ালাম, সিনহালা, সুন্দানিজ, চিচেওয়া, মালাগাসি, সেসোথো, কাজাখ, তাজিক এবং উজবেক ভাষায় অনুবাদ সেবা পাওয়া যাবে এ ওয়েবসাইট থেকে। নতুন ভাষাগুলো সংযোজনের পর গুগল ট্রানস্লেটরে মোট ভাষার সংখ্যা ৯০। নতুন সংযোজিত ১০টি ভাষার মধ্যে চারটি ভাষাই দক্ষিণ-পূর্ব এশিয়ার। এগুলো হচ্ছে- মিয়ানমারের রাষ্ট্রীয় ভাষা বার্মিজ, ভারতের মালায়ালাম, শ্রীলঙ্কার সিনহালা ও ইন্দোনেশিয়ার সুন্দানিজ। এছাড়া যোগ হয়েছে এশিয়া মহাদেশের আরও তিনটি ভাষা। এশিয়ার এ সাতটি ভাষার পাশাপাশি আফ্রিকার চিচেওয়া, মাদাগাস্কারের রাষ্ট্রীয় ভাষা মালাগাসি ও লেসোথোর রাষ্ট্রীয় ভাষা সেসোথো’ও ট্রানস্লেটর সেবায় যোগ করেছে গুগল। এক ব্লগ পোস্টে ট্রানস্লেটর প্রকৌশলী দল জানিয়েছে, নতুন ভাষাগুলো সংযোজনের ফলে আরও ২০ কোটি মানুষ নিজ ভাষায় অনুবাদের সুবিধা পাবেন। সূত্র : পিসি ম্যাগ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়