Monday, December 8

ডিসিসি নির্বাচন ২০১৫ সালের মার্চে


ঢাকা: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে প্রশাসকদের মেয়াদ না বাড়াতে মত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ২০১৫ সালের মার্চের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেয়ারও তাগিদ দিয়েছেন তিনি। স্থানীয় সরকার অধ্যাদেশ-২০১৪ এর খসড়া অনুমোদনের জন্য সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করা হলে তা ফিরিয়ে দেয়া হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। বৈঠক সূত্রে জানা গেছে, ডিসিসি নির্বাচনের জন্য আগামী বছরের জানুয়ারিতে তফসিল ঘোষণা এবং মার্চে ভোট হওয়ার বিষয়ে প্রাথমিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক ঐ মন্ত্রী বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন প্রশাসকদের দিয়ে পরিচালিত হয়ে আসছে। ফলে সিটি করপোরেশনের জনগন বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছে। এ বিষয়গুলো মনে রেখে প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের জানুয়ারিতে তফসিল ঘোষণা দিতে হবে এবং ঢাকা মহানগরে দুই সিটি করপোরেশনের মার্চে নির্বাচন হবে। মন্ত্রিপরিষদের বৈঠক সূত্রে জানা গেছে, এ আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হলে দু’জন সিনিয়র মন্ত্রী এ আইন সংশোধন করে প্রশাসকদের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীও একমত পোষণ করেন। বৈঠক সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের প্রথমদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন দেওয়ার বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। হার-জিত যারই হোক দুই সিটি করপোরেশনে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়