Tuesday, December 16

শাহজালালে সোনা ও গাড়িসহ গ্রেপ্তার ৫


ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধ সোনা নিয়ে বের হওয়ার সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। গত সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হলেও মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমের কাছে প্রকাশ করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মঞ্জুর হোসেন (৪৮), হাজী মোঃ আনোয়ার হোসেন (৬০), মোঃ আব্দুল্লা (২৪), হাজী মোঃ ফারুক মিয়া (৪৪), ও গাড়িচালক মোঃ ইউসুফ (২৬)। এ সময়ে তাদের কাছ থেকে ৮৯৫ গ্রাম সোনার অলঙ্কার ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। র‌্যাব ৩ এর সহকারি পরিচালক রবিউল ইসলাম জানান, তাদের একটি দল গোপনে খবর পায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে কিছু লোক অবৈধভাবে সোনার বার নিয়ে আসছে। পরে সোমবার রাত পৌনে ১২টায় র‌্যাব সদস্যরা বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। রবিউল ইসলাম জানান, আসামিদের থেকে ৮৯৫ গ্রাম ওজনের সোনার অলঙ্কার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ছয়টি সোনার বার (৫৯৮ গ্রাম), ৪৬টি সোনার চেইন (২৬০ গ্রাম) ও নয়টি সোনার আংটি (৩৭ গ্রাম)। এছাড়া চোরাচালানির কাজে ব্যবহৃত একটি সিলভার রংয়ের টয়োটা প্রাইভেটকার, নগদ সাড়ে ৪৬ হাজার টাকা, ১০২ মালশিয়ান রিংগিত ও ৬৬৫ সিঙ্গাপুর ডলারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সোনার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা অবৈধপথে আমদানী শুল্ক ফাঁকি দিয়ে সোনা চোরাচালান করে আসছিল। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়