Tuesday, December 16

কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল


নিজাম উদ্দিনঃ কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর ও উৎসব মূখর পরিবেশের মধ্যদিয়ে ৪৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা বাজার সাথে সাথে পুলিশের ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মুক্তিযোদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এবারের মহান বিজয় দিবসে শহীদ মিনারে উপচে পড়া সর্বস্থরের জনতার ঢল নেমেছিল। হাজারো মানুষের কলতানে মুখরিত হয়ে উঠে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন। বিজয়ের প্রথম প্রহরে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ ব্যধিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,থানা পুলিশ প্রশাসন, কানাইঘাট পৌরসভা, কানাইঘাট প্রেস কাব,উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, উপজেলা জাতীয় পার্টি,পৌর জাতীয় পার্টি, সমাজ তান্ত্রিক দল জাসদ,কানাইঘাট ডিগ্রি কলেজ, ,কৃষকলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগ(টিলাগড়,তালতলা,কাস্মীর গ্রুপ) আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ,আওয়ামী প্রজন্মলীগ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক ঐক্যজোট,উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল,উপজেলা ও পৌর ছাত্রদল,জাতীয় সেচ্চাসেবক পার্টি ,সরকারী চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজয়ের সূচনালগ্নে বিষ্ণুপুর শহীদ বধ্যভূমিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পন,সকাল সাড়ে ৮ টায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধূরী,নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া,কানাইঘাট থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধূরী, এসময় পুলিশ,আনসার সদস্যদের মনোমুগ্ধকর প্যারেড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ,ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্য পুরষ্কার বিতরণ করা হয়। দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার বীর মুক্তিযোদ্বা নাজমুল হক ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধূরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম,উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির আলম রানা,কানাইঘাট থানার অসি(তদন্ত) সফিকুল ইসলাম,আ’লীগের যুগ্ন আহবায়ক রফিক আহমদ,ইউপি চেয়ারম্যান ফারুক চৌধূরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল হক,সাবেক কমান্ডার গিয়াস উদ্দিন,পৌর আ’লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক কে.এইচ.এম আব্দুল্লাহ,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,কানাইঘাট প্রেস কাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন । সংবর্ধনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ,দোয়া মাহফিল ও ধর্মীয় প্রতিষ্ঠান,মন্দির ও উপসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। ৪৩ তম বিজয় দিবস উপলে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন,শিা প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ ও আলোচনা সভার মধ্য দিয়ে কানাইঘাটে সর্বত্র উদযাপিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়