Thursday, December 18

কানাইঘাটে দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরোধ নিরসনে ওসির উদ্যোগ গ্রহণ


নিজস্ব প্রতিবেদক: গত রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কানাইঘাট বাজারে ডালাইচর ও বিষ্ণুপুর (করচটি) গ্রামের লোকজনদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং ৭ জন আহতের ঘটনায় এ নিয়ে দু’গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। উভয় গ্রামের লোকজন এ ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুতি নিলে এলাকায় জনমনে আতংক দেখা দেয়। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য এবং অনাকাংখিত ঘটনা এড়াতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী উদ্যোগ গ্রহণ করেন। তিনি গত বুধবার ডালাইচর ও বিষ্ণুপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে থানায় বৈঠকে বসেন। বিষয়টি থানা প্রশাসনের মধ্যস্থতায় দু’গ্রামের মুরব্বিয়ানরা বিরোধ নিষ্পত্তির জন্য সিন্ধান্ত গ্রহণ করায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, ডালাইচর ও বিষ্ণপুর গ্রামের লোকজনদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছিল তা শান্তিপূর্ণ ভাবে নিষ্পত্তির জন্য গত বুধবার উভয় পকে ডাকানো হলে তারা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য একমত পোষন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়