Monday, December 15

এই প্রথম নিজস্ব অর্থায়নে বিদুৎ প্রকল্প


ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নিজস্ব অর্থায়নে বিবিয়ানা দক্ষিণ ৩৮৩ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদুৎ প্রকল্প নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার বিদুৎ ভবনের মুক্তি হলে প্রকল্পটি বাস্তবায়নে স্পেনের ইসোলাক্স ইনজেনিরিয়া এস এ এবং স্যামসাং সি এ্যান্ড টি করপোরেশনের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এবারই প্রথম পিডিবি নিজস্ব অর্থায়নে বিদুৎ প্রকল্প নির্মাণ করছে। বিপিডিবি’র পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মো. জহুরুল হক, ইসোলাক্সের পক্ষে মহাব্যবস্থাপক জোসে লুইস ডাগো ইলোরজা এবং স্যামসাংয়ের পক্ষে মহাব্যবস্থাপক সাং কি না এ চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে, বিপিডিবি’র এনার্জি উন্নয়ন ও ব্যাবস্থাপনা ফান্ডের অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ৩২২.৯৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। ১৪.৫৪ একর ভূমি সীমায় প্রাকৃতিক গ্যাস ভিত্তিক এ বিদ্যুৎ প্রকল্পের প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে ১.১৩ টাকা। যার বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ৩০ মাস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এবারই প্রথম আমরা নিজস্ব অর্থায়নে এতবড় কম্বাইন্ড বিদুৎ প্রকল্প অতি অল্প সময়ে নির্মাণ করতে যাচ্ছি। এটাকে অবশ্যই বড় ধরনের সাফল্য বলা যেতে পারে।’ তিনি বলেন, ‘এ প্রকল্পটিতে আমরা বিশ্বের সেরা প্রযুক্তিগুলো ব্যবহার করব। আশা করি পারস্পরিক এ সহযোগিতা ভবিষতেও অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘আমরা উন্নত দেশের যে স্বপ্ন দেখি তা বাস্তবায়ন করা কঠিন। কিন্তু অসম্ভব না। সে জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকের যে সাফল্য তা অবশ্যই বিষতের।’ পিডিবির চেয়ারম্যান আব্দুহু রহুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, জ্বালানি বিভাগের সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়