Saturday, December 6

সাংবাদিক সমারসকে হত্যা করেছে আল কায়েদা


কানাইঘাট নিউজ ডেস্ক: সমারসকে উদ্ধারের অভিযান চলার সময় জঙ্গিরা তাকে গুলি করে এবং পরে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে ইয়েমের রাজধানী সানা থেকে যুক্তরাজ্য বংশোদ্ভূত সমারসকে অপহরণ করা হয়েছিলো। বুধবার সমারসকে হত্যার হুমকি দিয়ে আল-কায়দার পক্ষ থেকে একটি ভিডিও ইন্টারনেটে ছাড়া হয়। সামারসকে উদ্ধারের জন্য গত মাসে যুক্তরাষ্ট্র গোপন অভিযান চালিয়েছিল, যেটা ব্যর্থ হয়। আল-কায়দার ভিডিও প্রকাশের পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ব্যর্থতার কথা স্বীকার করা হয়। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে সমারসকে উদ্ধারের জন্য শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের শাবওয়া প্রদেশে ‘বড় ধরণের’ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই অঞ্চলে চালক-বিহীন বিমান হমলায় আল-কায়দার নয় সদস্য নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রই ওই বিমান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সমারস স্থানীয় সংবাদ মাধ্যমে সাংবাদিক ও চিত্রগ্রাহকের কাজ করতেন। বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থায় তার খবর প্রকাশ পেত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়