Thursday, December 4

শত শত জালিয়াত ডোমেইন


কানাইঘাট নিউজ ডেস্ক: নকল পণ্য বিক্রির অভিযোগে এক সঙ্গে ২৯২টি ওয়েব ডোমেইন আটক করেছে ইউরোপের পুলিশ। খবর নিশ্চিত করেছে ইউরোপোল। জানা গেছে, সাইটগুলোতে খেলার পোশাক, ইলেকট্র্রনিক্স , ওষুধ ও পাইরেটেড সিনেমা ও গানের বিক্রি করা হতো। এছাড়া ডোমেইনগুলো ব্যবহার করে পরিচালিত ওয়েবসাইটে কপিরাইট অপরাধসংক্রান্ত পেজ দেখানো হতো। ওয়েব ডোমেইন আটক হলেও গ্রেফতার হয়নি কেউ। তবে শিগগির এসবের মূল হোতাদেরও আটক করা হবে। ওয়েব ডোমেইন আটকে দেয়ার অভিযানে অংশ নেয়া ইউরোপের ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস কোঅর্ডিনেশন সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রুস ফোকার্ট বলেন, 'এসব জালিয়াতরা বিভিন্ন উৎসবের সুযোগে যে কোনো স্থানের গ্রাহকদের কাছে কম দামে নকল পণ্য বিক্রি করত। এসব জালিয়াতদের হাত থেকে নিজের পরিবার ও আর্থিক অবস্থান নিরাপদ রাখতে ভোক্তাদের সতর্ক হওয়া প্রয়োজন।' ২০১২ সালের নভেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৮২৯টি ডোমেইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপোল। ওয়েবসাইট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়