Saturday, November 1

বারকিনা ফাসোতে ক্ষমতা নিয়ে টানাটানি


ডেস্ক রিপোর্ট : ব্লেইসি কমপাওরির পদত্যাগের পর কে হচ্ছেন বারকিনা ফাসোর প্রেসিডেন্ট? একদিনে দুজন সেনা কর্মকর্তা ঘোষণা করেছেন, তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। কিন্তু একই রাষ্ট্রের দুজন রাষ্ট্রপ্রধান হওয়া সম্ভব নয়। এ পরিস্থিতিতে ক্ষমতা নিয়ে চরম টানাটানি যাকে বলে, তা-ই হচ্ছে দেশটিতে। শনিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার প্রেসিডেনশিয়াল গার্ডের দ্বিতীয় প্রধান (সেকেন্ড ইন কমান্ড) কর্নেল ইস্যাক জিদা ঘোষণা করেছেন, তিনিই রাষ্ট্রের প্রধান হিসেবে ক্ষমতা নিয়েছেন। একই দিন এর কিছু সময় আগে দেশটির সেনাপ্রধান জেনারেল হনোরি ট্রাওরি ঘোষণা দেন, প্রেসিডেন্ট পদত্যাগ করায় তিনিই রাষ্ট্রের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন। সেনাপ্রধান হনোরি ট্রাওরি ও প্রেসিডেনশিয়াল গার্ডের সেকেন্ড ইন কমান্ড ইস্যাক জিদা দুজনই ক্ষমতাধর সেনা কর্মকর্তা। তাদের মধ্যে ক্ষমতা নিয়ে টানাহেঁছড়ায় নতুন সংকট তৈরি হয়েছে। যদিও জনগণ এ ব্যাপারে এখনো তাদের সংঘবদ্ধ প্রতিক্রিয়া জানায়নি। সাধারণ মানুষ প্রেসিডেন্ট কমপাওরির পদত্যাগেই খুশি। শনিবার কর্নেল জিদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সেনাপ্রধান কমপাওরির রাষ্ট্রপ্রধান হওয়ার ঘোষণা ‘ভুয়া’। তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমিই প্রধান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়