Friday, November 21

শীতে রুম হিটার


অগ্রহায়ণ মাস চলছে। সামনেই আসছে পৌষ। তাই শীতের আর বেশি দিন বাকি নেই। সেজন্য শীতে ভালো থাকার জন্য অনেকেই এরই মধ্যে গরম পোশাক কেনাসহ বিভিন্ন প্রস্তুতি নিয়েছেন। আর এসবের পাশাপাশি চাইলে আপনি এ শীতে নিজের শোয়ার ঘরটিও গরম রাখতে পারেন। সেজন্য প্রয়োজন একটি রুম হিটারের। এ রুম হিটার আপনার ঘরকে যেমন গরম রাখবে, তেমনি আপনিও থাকবেন উষ্ণতায়। বাজারের বিভিন্ন ইলেকট্রনিক্সে দোকানে রুম হিটার কেনাবেচা শুরু হয়েছে। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন রুম হিটারের এ বাজার থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন ইলেকট্রনিক্সে দোকান ঘুরে দেখা গেছে রুম হিটারের নানা ধরন। এখানকার বিভিন্ন দোকানে যেসব রুম হিটার বিক্রি হচ্ছে সেসব দেখতে অনেকটা গোলাকার টেবিল ফ্যানের মতো। আবার কিছু রুম হিটার আছে সেগুলো দেখতে অনেকটা এসির মতো। এসব রুম হিটার চীনসহ বিভিন্ন দেশের ও ব্র্যান্ডের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের ইলেকট্রনিক্স দোকানের বিক্রয়কর্মী রমিজ উদ্দিন বলেন, প্রতি বছরই পৌষ মাসের আগে আগে রুম হিটার বিক্রি বেশি হয়। তাই এখন প্রতিদিনই রুম হিটার কিনতে ক্রেতারা আসছেন। রুম হিটার বিভিন্ন ওয়াটের হয়। ওয়াট অনুযায়ী দাম নির্ভর করে। আর ছোট ঘরের জন্য কম ওয়াটের রুম হিটার, আর বড় ঘরের জন্য বেশি ওয়াটের রুম হিটার কেনা উচিত। তাহলে সঠিক মাত্রায় রুম গরম থাকবে। রুম হিটার কিনতে আসা মালিবাগের আয়েশা বেগম বলেন, শীতের সময় ঠান্ডার জন্য অনেক অসুখ হয়, বিশেষ করে শিশুদের। তাই তাদের জন্য হলেও রুমটা গরম রাখা দরকার। আমার ঘরেও আমার শিশু সন্তান আছে। মূলত তাকে ভালো রাখতেই রুম হিটার কিনতে আসা। বাজারে যেসব রুম হিটার পাওয়া যায় সেগুলো ৫০০, ১ হাজার, ২ হাজারসহ বিভিন্ন ওয়াটের আছে। এগুলো ওয়াট ও ব্র্যান্ড অনুযায়ী দাম পড়বে ৭ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৫০০ টাকা। তবে রুম হিটার বসাতে হবে এমন জায়গায়, যেন ঘরের প্রতিটি স্থানে সমানভাবে এর গরমটা ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট ছাড়াও মওলনা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, নিউমার্কেটসহ গুলিস্তানের বিভিন্ন ইলেকট্রনিক্সে দোকানে পাওয়া যাবে রুম হিটার। তবে কেনার সময় অবশ্যই এর ওয়ারেন্টি বা গ্যারান্টি সেবা বুঝে নেবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়