Tuesday, November 11

টম ক্রুজ-মিরান্ডার খোলামেলা প্রেম


বিনোদন ডেস্ক: বিশ্বনন্দিত সুপার মডেল মিরান্ডা কারের প্রেমে মজেছেন হলিউডের গুণী অভিনেতা টম ক্রুজ। তাও আবার খোলামেলা প্রেমে। সাম্প্রতিক সময়ে একাধিকবার ডেটিং করতে দেখা গেছে তাদের। এর আগে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে প্রেম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টম। কিন্তু সেই বিয়ে বেশি দিন টিকেনি। এরপর অভিনেত্রী কেটি হোমসের সঙ্গে প্রেম করেও বিয়ে করেছিলেন এই হার্টথ্রব অভিনেতা। কিন্তু আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের মধ্য দিয়ে ২০১২ সালে সেই বিয়ের সমাপ্তি ঘটে। ৫২ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে মিরান্ডা কারের পরিচয় হয় গত বছরের নভেম্বরে। সেই সময়েই বেশ ভাল বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। তারপর থেকেই নিয়মিত যোগাযোগ হতে থাকে তাদের। কিন্তু গত এক মাস ধরে অতিমাত্রায় ঘনিষ্ঠ হয়েছেন টম ক্রুজ ও মিরান্ডা। মিরান্ডার ফটোশুটেও এসে মাঝে মধ্যেই হাজির হয়ে যাচ্ছেন এ তারকা। আবার টমের শুটিং স্পটে চলে আসছেন মিরান্ডা। আর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনটা শুরু হয় তখন থেকেই। এই গুঞ্জন সম্প্রতি পাখা মেললো এই দুই তারকার বিচ ডেটিংয়ের মধ্য দিয়ে। বিচে ঘনিষ্ঠভাবে পাপারাজ্জিরা তাদের ক্যামেরাবন্দিও করেছেন। এই সময় মিরান্ডা একটি লাল বিকিনি পরে ছিলেন। আর টম ক্রুজ পরে ছিলেন শুধুমাত্র শর্ট প্যান্ট। এমন অবস্থায় বেশ কয়েকবার চুমুও খেতে থাকেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়