Saturday, November 15

অধ্যাপক খুনের ঘটনায় রাবি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন


রাবি: দুর্বৃত্তের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের প্রতিবাদে সব ধরণের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার বিকালে শিক্ষক সমিতির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বলেন, অধ্যাপক শফিউলকে হত্যার প্রতিবাদে রবিবার সব ক্লাস-পরীক্ষা বর্জন করবেন শিক্ষকরা। এছাড়া রবিবার শিক্ষক সমিতির বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলনের হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ঢাকা-রাজশাহী সহাসড়ক অবরোধ করে রেখেছে। এর ফলে ওই মহাসড়কে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটির (বিহাস) দিকে যাওয়ার সময় একদল দুর্বৃত্তের হামলায় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর বলেন, তাৎক্ষণিকভাবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি। তাদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়