Monday, November 10

কল্পকাহিনীর ডিভাইস অনিক্স


ক্লিপের সাহায্যে শার্টে আটকে থাকবে অনিক্স। স্মার্টফোনের সঙ্গে সংযোগ স্থাপিত হবে ব্লুটুথের মাধ্যমে। এভাবে কথা বলা যাবে আরেক অনিক্স ব্যবহারকারীর সঙ্গে। একটি বাটন প্রেস করেই সংযোগ স্থাপন করা যাবে। সম্প্রতি এরকম একটি ডিভাইস তৈরি করেছে পরিধেয় প্রযুক্তি পণ্য নির্মাতা অনবিপ। বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর চলচ্চিত্র স্টারট্রেকে দেখানো কমিউনিকেটর ব্যাজের মতোই কাজ করে এটি। বুধবার যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে ডিভাইসটি, দাম ৯৯ ডলার। একত্রে দুটি কিনলে ১৯৫ ডলার। এর আগে ১৯৯৬ সালে নেঙ্টেল নিয়ে এসেছিল 'পুশ-টু-টক' সার্ভিস। এটি ছিল অনেকটা দূরপাল্লার ওয়াকিটকির মতো। মোবাইলে এসএমএস ও টকটাইম সাশ্রয়ী হলে জনপ্রিয়তা হারায় সেবাটি। ভিন্ন রূপে আবার ফিরতে শুরু করেছে এ ধরনের সেবাগুলো। শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা অ্যাপল আইমেসেজে চালু করেছে ভয়েস মেসেজিং। এমনকি সামাজিক মিডিয়া ফেসবুকের হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছে ভয়েস মেসেজিং। ইন্টারনেটে সংযুক্ত থাকলে ফ্রি কথা বলা যায়। -ইন্টারনেট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়