Monday, November 3

পশ্চিমবঙ্গে জনপ্রিয় হচ্ছে অনলাইনে কেনাকাটা


কলকাতা : বাজারে দোকানে দোকানে ঘুরে কেনাকাটা নয় বরং অনলাইনে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন পশ্চিমবঙ্গের গ্রাহকেরা ৷ সম্প্রতি করা এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে৷ পশ্চিমবঙ্গসহ গোটা ভারত ১২ মাসে ১৩ পার্বণে মেতে থাকে। সে দিওয়ালি হোক বা দুর্গাপুজো হোক, শপিং করা অবশ্যই। তখন বাজারে ঘুরে ঘুরে দোকানে দামদস্তুর করার থেকে ফ্লিপকার্ট, ইবে অথবা আমাজনের মত সাইটে সব প্রয়োজনীয় জিনিসের সম্ভর যখন বাড়িতে বসে পাওয়া যাচ্ছে, তখন আর বাজারে যাওয়ার কি প্রয়োজন আছে। নানা কাজের মাঝেও ঘরে বসে গ্রাহক পেয়ে যাচ্ছেন তার পছন্দের জিনিসটা। সম্প্রতি করা সমীক্ষায় জানা গিয়েছে, ৪৫ শতাংশ গ্রাহক ফ্লিপকার্টে, ১৭ শতাংশ স্নাপডিলে, ১৫ শতাংশ ইবেতে, ৯ শতাংশ গ্রাহক হোমশপ থেকে কেনাকাটা করে থাকেন৷ বেশিরভাগ গ্রাহক অনলাইনে ইলেকট্রনিক সামগ্রী ও বই কেনেন৷ পাশাপাশি আরও জানা গিয়েছে, গ্রাহকদের ৪০ শতাংশ অনলাইনে কেনাকাটা করেন ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে এবং ২০ শতাংশ কেনাকাটা করেন ৫০০০ টাকার উপর৷ ঘরে বসে যখন পছন্দ মত জিনিস পৌঁছে যাচ্ছে বাড়ির দোরগোড়ায়, তখন কি আর রোদে-বৃষ্টিতে শপিং করতে ইচ্ছে হয়? ফলে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে অনলাইনে শপিংয়ের প্রবণতা বেড়ে চলেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়