Friday, November 21

নতুন ট্যাব আনছে নোকিয়া


নোকিয়ার ফোন বানানো বন্ধ। তাই বলে থেমে থাকবে না বিশ্বের সবচেয়ে সাড়া জাগানো জনপ্রিয় এ ফোন ব্র্যান্ড। শিগগিরই বাজারে আসছে নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট 'এন১'। এ ট্যাব তৈরির সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ত নয় মাইক্রোসফট বা নোকিয়ার বিক্রি হয়ে যাওয়া ফোন বিভাগের। এটি বাজারে আসছে নোকিয়ার নেটওয়ার্ক পণ্য ও সেবাদাতা অংশের মাধ্যমে। হার্ডওয়্যার নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও 'এন১' নির্মাণের সঙ্গে সরাসরি জড়িত নয় নোকিয়া। ব্র্যান্ড নেম, ডিজাইন আর সফটওয়্যার লাইসেন্স দিয়ে তৃতীয় পক্ষের নির্মাতার মাধ্যমে এটি তৈরি করিয়ে নেয়া হচ্ছে। এ লাইসেন্স পেয়েছে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা ফঙ্কন। ৭.৯ ইঞ্চি আকারের অ্যালুমিনিয়াম ফ্রেমে বানানো এ ট্যাবলেট দেখতে অনেকটা আইপ্যাড মিনির মতো। অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেমে চালিত এ ডিভাইসে থাকবে গরিলা গ্লাস ৩ ডিসপ্লে। ৬৪ বিট ২.৩ গিগাহার্টজ ইনটেল এটম জেড৩৫৮০ প্রসেসর আর ২ জিবি র‌্যামের ট্যাবলেটটিতে রয়েছে ৩২ জিবি বিল্ট-ইন-মেমোরি। পেছনে ৮ মেগাপিঙ্লে এবং সামনে ৫ মেগাপিঙ্লে ক্যামেরার সঙ্গে এতে থাকবে স্টেরিও স্পিকার আর ৫৩০০ মিলিঅ্যাম্প-আওয়ার ব্যাটারি। প্রাথমিকভাবে অ্যালুমিনিয়াম ও ধূসর দুটি রঙে পাওয়া যাবে ট্যাবলেট। সামনের বছর বাজারে আসার পর শুরুতে চীনে ও পরে পর্যায়ক্রমে বিশ্বের আর সব বাজারে পাওয়া যাবে এটি। - প্রযুক্তি ডেস্ক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়